গুইমারাতে বিএনপির বিক্ষোভ মিছিল

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৪ পিএম

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও খুনি হাসিনার দোসর কর্তৃক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গুইমারা উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে গুইমারাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুইমারা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শুরুর আগে, গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, গুইমারা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি মো. নবী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলে আহ্বায়ক হাফিজুল ইসলাম।

ইএইচ