‘দীর্ঘ ১৬ বছর একটি স্বৈরশাসকের জাঁতাকলে বাংলাদেশ নিষ্পেষিত ছিল’

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০১:২৭ পিএম

দীর্ঘ ১৬ বছর একটি স্বৈরশাসকের জাঁতাকলে বাংলাদেশ নিষ্পেষিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়ক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রোববার রাতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন কালীগঞ্জ উপজেলার আয়োজনে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরে লাগাতার ৪৮ ঘণ্টা আন্দোলন বাস্তবতায়নের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, বিগত স্বৈরশাসকের আমলে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হয়েছে, ভোটাধিকার নষ্ট হয়েছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তখন কোনো বিচার ব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ছিল না। ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে বড়বাড়ি-বুড়িমারী সড়কও নির্মাণ করা হয়নি, লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমানবন্দর চালু করা হয়নি।

দুলু আরও বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে। এমপি-মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি। পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব।

সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, ফারহান উদ্দিন আহমেদ পাশা, সদস্য হুমায়ুন কবির বাবু, কালীগঞ্জ যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর।

ইএইচ