রাঙামটিতে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:৩৫ পিএম

হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের কৌশল ও সুরক্ষা দল গঠনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ।

সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে রাঙামাটি বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কাছালং মুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির সম্মেলন কক্ষে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কাছালং মুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, আইইউদিএন বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা আবু হুরাইরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পাহাড়ের জীববৈচিত্র্য অন্যতম প্রাণী বন্যহাতি। পর্যাপ্ত খাদ্য সংকট ও হাতির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্থানীয় মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। তাই মানুষও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসন ও সুরক্ষা এবং আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় বাসীন্দাদের মধ্যে হাতি সুরক্ষা টিম গঠন করা হয়েছে। এতে হাতিরা যেমন নিরাপদ থাকবে, তেমনি স্থানীয়দের জানমাল রক্ষা পাবে হাতির তাণ্ডব থেকে।

ইএইচ