পোরশায় বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:২৫ পিএম

বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাংগুরিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার গাংগুরিয়া বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকি প্রদান, শস্যবীমা, পশুবীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যবস্থা চালু করা হবে।

অনুষ্ঠানে গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ছয় ইউনিয়নের সকল সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ