রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বালু মহাল ইজারার টেন্ডার নিয়ে দুই পক্ষের মারধরের ছবি ও ভিডিও ধারণ করার অপরাধে মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম বলেন, কালুখালী উপজেলার পাতুরিয়া গড়াই নদীর বালু মহাল টেন্ডারের শিডিউল দাখিলের শেষ দিন ছিল সোমবার। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রোগ্রাম শেষ করে নিচে নামার পর দেখতে পাই টেন্ডার বিরোধে একজনকে মারধর করা হচ্ছে। মারধরের ছবি ও ভিডিও ধারণ করলে ১৫-২০ জন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করতে বলে। তারা এলোপাতাড়ি মারধর করে। মাথায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। সহকর্মীরা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ^াস বলেন, আমি একটু দুরে দাঁড়িয়েছিলাম। সহকর্মী ইমরান হোসেন মনিমকে মারধর করা দেখে এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজ সুলতানা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে মারধর করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস