ফরিদগঞ্জে অবৈধ ইটভাটায় জরিমানা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে জেএনবি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে অবস্থিত (জেএনবি) জেদনি নুসরাত ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান। 

এসময় জেদনি নুসরাত ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯ ভঙ্গ করায় ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে আবশ্যিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানা পুলিশ এস আই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরএস