পত্নীতলায় নজিপুর পৌর আওয়ামী লীগের নেতা গ্রেফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৫৮ পিএম

নওগাঁর পত্নীতলায় নাশকতার মামলায় নজিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সূর্য চন্দ্র সাহাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নজিপুর পৌর  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, ‍‍`নওগাঁ সদর থানার নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর সূর্যকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও বলেন, ‍‍`আসামিকে জেলা আদালতের মাধ্যমে সোমবার রাতে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরএস