সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৩২টি ঘর পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী ) প্রতিনিধি : প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০১:৫৫ পিএম

সৈয়দপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ টি ঘর পুড়ে গেছে। সোমবার রাত আটটার সময় কাশীরাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রমোত্তর  এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে নগদ প্রায় ২ লক্ষ টাকা সহ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি ।

সূত্রে জানা যায়, মৃত ওসমান আলীর পুত্র সেকেন্দার আলীর বাড়ির বৈদ্যুতিক  শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী,ধান চাল ,বইখাতা সহ নগদ প্রায় দুই লক্ষ টাকা পুড়ে গেছে দুটি গরু ও দুটি ছাগলসহ হাঁস মুরগি পুড়ে যায় । 

ক্ষতিগ্রস্ত টিটু বলেন, আমার চারটি ঘর পুড়ে গেছে । একটি গরু ও নগদ ২ লক্ষ টাকা ঘরের সমস্ত আসবাবপত্র সহ স্বর্ণালংকার আগুনে পুড়ে গেছে , এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । 

কাশি রাম ইউনিয়ন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনে তেরোটি পরিবারের ৩২ টি ঘরের সব কিছু পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছে । আমরা স্থানীয়ভাবে ও সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি ।প্রয়োজনীয় সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন তিনি ।

বিআরইউ