মধ্যনগরে শ্রমিক লীগ নেতা খোকন গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:১৪ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রামের মৃত টিয়া চান মিয়ার পুত্র মো. খোকন মিয়া(৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ শ্রমিক লীগের দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সভাপতি।উল্লেখ্য মা-নং-৬/২৭/১১/২৪ইং মধ্যনগর থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় ধৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. স্বজীব রহমান।  

বিআরইউ