সন্দ্বীপে আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত হলো গুপ্তছড়া ঘাট

সন্দ্বীপ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:০১ পিএম

সন্দ্বীপ বাসীর শত বছরের নৌ যাতায়াতের দুর্ভোগ নিরাসন জন্য বিগত বছরের সন্দ্বীপের বিভিন্ন সংগঠনের দাবি ও সন্দ্বীপের সন্তান মাননীয় উপদেষ্টা ফয়জুল কবির খানের আন্তরিক প্রচেষ্টায় গতবছর ২২ আগষ্ট ২৪ কুমিরা গুপ্তছড়া ঘাট কে  উমুক্ত ঘোষণা করা হয় ।  

এবং ১৬ জানুয়ারি ২৫ চট্টগ্রাম জেলা পরিষদের সব ধরনের ইজারা বাতিল ও কার্যকর  করা হয়। তারই পরিফেক্ষিতে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় গুপ্তছড়া ঘাটে সন্দ্বীপ বাসীর সেবা সহজকরণের লক্ষ্যে কুমিরা গুপ্তছড়া ঘাট সমূহের শুল্কায়ন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা একক ভাবে সরাসরি বিআইডব্লিউটিএ অধিকে রেখে উদ্‌বোধনী সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ( বন্দর ও পরিবহন) পরিচালক একে এম আরিফ আহম্মেদ, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউছুপ বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে  বিআইডব্লিউটিএ এর  চেয়ারম্যান কমডোর আরিফ আহম্মদ মোস্তফা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, সেনা কর্মকর্তা  কর্ণেল এমরান আহম্মেদ, মেজর মাসুদ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল আহম্মদ সানতু   ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সভায় আর  বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ মেরিন সার্বিসের চেয়ারম্যান জসিম উদ্দিন,  ও বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান প্রমুখ।

এদিকে সকালে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও জটিলতার অবসান ঘটাতে চট্টগ্রাম জেলা পরিষদ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষবিআইডব্লিউটিএ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চিটাগং বোট ক্লাব, পতেঙ্গায় অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় গুপ্তচরা-কুমিরা ঘাটসমূহের শুল্কায়ন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সরাসরি বিআইডব্লিউটিএ‍‍`র অধীনে আনা হয়েছে।এতে করে গত ১৮ বছর ধরে চলে আসা প্রশাসনিক জটিলতা, অনিয়ম ও মানুষের দুর্ভোগ দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর মাধ্যমে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ আরও নির্বিঘ্ন এবং সন্দ্বীপবাসীর ভোগান্তি কমবে বলে ধারণা করা হচ্ছে।

উক্ত বিষয়ে সন্দ্বীপভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, এই সমঝোতা স্মারকের ফলে ঘাট ব্যবস্থাপনায় অনিয়ম দূর হবে, স্বচ্ছতা আসবে। এটি কার্যকর হলে সন্দ্বীপবাসীর যাতায়াত ঝুঁকিমুক্ত এবং সহজতর হবে।


বিআরইউ