কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করুণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য (যুগ্ম সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাহমুদুল কবীর মুরাদ, তিনি বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রয়োজন। সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, আমরা যখন থেকে বাজার থেকে বাজার করি তখন থেকে মূলত খাদ্যের নিরাপত্তা শুরু করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব খাদ্য মন্ত্রণালয় সোহেলুর রহমান খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, সিনিয়র কনসালটেন্ট, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প আইয়ুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়িক, হোটেল রেস্টুরেন্টের মালিক, বেকারির মালিকরা উপস্থিত ছিলেন।
বিআরইউ