কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:১৩ পিএম

কিশোরগঞ্জে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দিদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার পৌরসভার ৮নং ওয়ার্ডে নগুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিদার পৌরসভার ৮নং ওয়ার্ডের নগুয়া এলাকার ময়না মিয়ার ছেলে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নগুয়া ছাহেরা মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাওয়ালিয়া বাড়ি এলাকায় ধর্ষণের এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধর্ষক দিদারের একটি ফাঁকা বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির পিতা বাওয়ালিয়া বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। এদিকে ধর্ষক দিদারের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন মামলা থাকায় তার পিতার একটি ফাঁকা বাড়িতে দিনে রাতে প্রায় সময়েই আড্ডা দিত এবং মাদক সেবন করত। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঐ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীনবস্থায় রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গতকাল সোমবার আমরা মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দিদারের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়েছে। মঙ্গলবার শিশুটির পিতা লিখিত অভিযোগ দিলে ধর্ষণের অভিযোগে দিদার (২২)কে শহরের নগুয়া এলাকা থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরএস