দেবিদ্বারে সশস্ত্র হামলায় জড়িত আ’লীগ নেতা গ্রেফতার

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:০৮ পিএম

গত বছরের জুলাই-আগস্ট ছাত্র- গণঅভ্যুত্থানে কুমিল্লার দেবীদ্বারে আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট আওয়ামী লীগের সশস্ত্র হামলায় মারাত্মক আহত আবু বকরের মামলার অন্যতম আসামি জীবন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম ও শুভ কুমার শূর এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসেন।

গ্রেফতার হওয়া জীবন মিয়া(৪৫) দেবিদ্বার পৌর এলাকার ফতোহাবাদ গ্রামের মৃত. আব্দুল হামিদের পুত্র এবং ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গ্রেফতারকৃত জীবন মিয়াকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়। 

ঘটনার দিন (৪ আগস্ট) আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেবিদ্বার সদর এলাকার ত্রাস সৃষ্টি করে। কলেজ রোড কালাচান মার্কেটের সামনে আবু বকর(১৯)কে করিচ দিয়ে কুপিয়ে এবং পাইপ দিয়ে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে যায়। ওই ঘটনায় ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের অধিবাসী আবু বকরের পিতা আবুল খায়ের বাদী হয়ে গত বছরের ১১ আগস্ট ৭২ জনকে নামে এবং অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি ছিলেন জীবন মিয়া। 

এব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা জুলাই আগস্টের ছাত্রগণ আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলার আসামিদের ঘটনার সাথে জড়িত কিনা তা ভিডিও ও স্থির চিত্র দেখে নিশ্চিত হওয়ার পর গ্রেফতার অভিযানে নামি।

আরএস