ওসির সঙ্গে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:২৯ এএম

পাঁচবিবিতে সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলামের সাথে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাতে সাক্ষাৎকালে উপহার হিসেবে ইসলামি বই প্রদান করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামির মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামির আমির ডা. মো. সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারি মো. আবু রায়হান,আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার, পৌর জামায়াতের আমির আবুল বাশার, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, পৌর সেক্রেটারি গোলাম রব্বানী, সহকারী সেক্রেটারি ডা. মো. মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম মাসুম, বালিঘাটা যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম রাজু প্রমুখ।

ইএইচ