গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ আটক-১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:৪৯ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‍‍’র জোয়ানরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাথুলী ধলা বিওপি’র সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত আজিবার রহমান গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে।

বিজিবি‍‍’র কাথুলী ধলা বিওপি‍‍`র হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কাথুলী ধলা বিওপি এলাকার সীমান্ত পিলার ১৩৪ এর টু এস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে হলুদ স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০ টি পোঁটলায় ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেন। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৯ হাজার টাকা।

আটক আজিবার রহমানের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিআরইউ