যশোরের অভয়নগরে মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার তালতলা বাজারে বন্ধু ফিস হুক সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ধারণা করছেন নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার।
বন্ধু ফিস হুক দোকানের মালিক লিয়াকত হোসেন বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত একটার দিকে ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়েছি। এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের এই দোকানের উপর সংসার চলতো। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।
ভুক্তভোগী লিয়াকত হোসেনের ছেলে রাব্বী মোল্যা বলেন, আমি ও আমার বাবা এই দোকান দেখাশোনা করি। গতকাল ও দোকানে নতুন মালামাল তুলেছিলাম। আর এখন সব পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ইএইচ