মধ্যনগরে ওয়ারেন্টভুক্ত কিশোর গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:১১ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত  এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যনগর থানার এএসআই(নিঃ)মো. আব্দুর রউফ ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে (জিআর-০৯/২৪ মধ্যনগর) ধারা-THE SPECIAL POWER ACT-1974 -25B(1)(b)(2)/25D, এর ওয়ারেন্টভুক্ত আইনেরআসামি কিশোর আবু সাঈদ (১৪) কে গ্রেফতার করেছেন।

জানা যায়, হোসেনপুর গ্রামের মো. শামছুউদ্দীনের ছেলে আবু সাঈদ (১৪)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. স্বজীব রহমান নিশ্চিতের মাধ্যমে জানান, আটক মো. আবু সাঈদ (১৪) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ বিচারক শিশু আদালত সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ