নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতীকী কফিন মিছিল

আল- আমিন, নীলফামারী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৪৮ এএম

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে গাজীপুরে আওয়ামী লীগের হাতে নিহত কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতীকী কফিন মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম, সাইদ ইসলামসহ আরও অনেকে।

ইএইচ