দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট অভিযান ঘোষণার পর পরই গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে গুইমারা থানাধীন সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে (৪৮) গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৫ আগস্ট পরবর্তী তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
ইএইচ