দিরাইয়ে কালনী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:৫৩ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৪) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় দিরাই পৌরসভার গোলাপনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় থানা পুলিশ।

প্রথমে স্থানীয় এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে দিরাই থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ