টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি করায় জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:০১ পিএম

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান এ আদেশ দেন।

বুধবার পৌর শহরের সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার ভাল্লুক কান্দি এলাকার নালচান খার ছেলে।

জানা যায়, বেড়াডোমা এলাকায় মঙ্গলবার বাছেরের একটি বকনা গরু মারা গেলে পাশেই ফেলে রাখা হয়। সেখান সারারাত পাহারা দেয়া হয়।

এদিকে বুধবার ভোরে ৩ ব্যক্তি গরুটির চামড়া ছিলিয়ে রিকশাযোগে বাজারে নিয়ে বিক্রি শুরু করে।

এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পৌর শহরের সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংস ঘরে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যায়।

এ সময় মরা গরুর মাংস জব্দ করে এক ব্যক্তিকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। সেখানে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা আনোয়ারকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলার ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং কসাই ইন্সপেক্টর সোহেল রানা প্রমুখ।

ইএইচ