বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে খুন ও গুম করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বিএনপির নেতৃত্বে বাংলাদেশের জনগণ এ আন্দোলন করেছে এবং এখনও বিএনপির আন্দোলন চলছে।
বুধবার সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের পরিচালনায় সমাবেশে মিফতাহ সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশ একটি নির্বাচিত সরকারের হাতে নিরাপদ। এজন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে। দেশের স্থিতিশীলতার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে। বিএনপি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আলম, আকবর আলী, শেরনুর আলী, নুরুল ইসলাম, আনিসুল হক, সেলিম উদ্দিন, ফারুক আহমদ, আনসার উদ্দিন, আব্দুল মোতালিব খান, রেজাউল হক, মাহদিন চৌধুরী, মুনাজ্জির হোসেন সুজন প্রমুখ।
সমাবেশে জেলা ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ