পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:২৫ পিএম

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় এবং আহত রিফাত সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মঞ্জুর ছেলে।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার মৈশালা-লাঙ্গলবাদ সড়কে রুপিয়াট ইয়াছিনিয়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি একটি অটোরিকশা ওভারটেক করার সময় মাদরাসার সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন।

আহত রিফাত জানায়, পাংশা বাজার থেকে ফেরার পথে রুপিয়াট মাদরাসার সামনে এই দুর্ঘটনার শিকার হই।

এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বরের বাতাস ভারী হয়ে ওঠে।

ইএইচ