গাজীপুরে হামলায় আহত হয়ে মারা যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর রাজবাড়ি মাঠে তার জানাজা হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
জানাজায় মহানগর জামাতে ইসলামির নায়েবে আমির মো. হোসেন আলী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত শিক্ষার্থীর ঘটনায় আগের মামলার সঙ্গে নতুন করে এটি হত্যা মামলা সংযুক্ত করা হবে। এ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জানাজার নামাজে অংশ নেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রায়হানুল ইসলাম, গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যক্ষ জামাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি বশির উদ্দিন,ফ্যাসিবাদবিরোধী তৃণমূল মঞ্চের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিটি কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, হেফাজতে ইসলাম গাজীপুরের আমির নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হাশেম প্রমুখ।
ইএইচ