ব্যারিস্টার ইশরাক আহমেদকে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৫৭ পিএম

গাজীপুর জেলা বিএনপির নতুন আংশিক কমিটিতে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব হিসেবে ঘোষণার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের বলিয়াদী জমিদার বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবনিযুক্ত সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাট ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ান, গাজীপুর ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা ফাহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।

অনুষ্ঠানে নেতাকর্মীরা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তার নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

ইএইচ