গুইমারাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৫৩ পিএম

গুইমরাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ জনকে আটক করেছে পুলিশ।

দেশব্যাপী অপারেশন ডেবিল হান্ট অভিযান ঘোষণার পর পরই অভিযান অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে গুইমারা থানা পুলিশ।

বৃহস্পতিবার গুইমারা থানাধীন সিন্দুকছড়ি মুসলিম পাড়া থেকে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী (৬০) ও হাফছড়ি ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন প্রকাশ হৃদয়কে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ আগস্ট পরবর্তী তার নামে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ