রংপুর জেলার কাউনিয়া উপজেলায় ইসলামিক রিলিফ কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প (সীড) এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার ডা. মো. কামরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন- করেন এবং সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রকল্পের সহকারী সুরক্ষা এবং অন্তর্ভুক্তি কর্মকর্তা শারমিন সুলতানা।
সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অন্যান্য সকল কর্মকর্তা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সাংবাদিক সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ