দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের উপর জোর দেয়ার আহ্বান খেলাফত মজলিসের

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:১৭ পিএম

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের উপর পুনরায় জোর দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকির সম্মুখীন। আধিপত্যবাদী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

বৃহস্পতিবার বিকালে ফেনীতে একটি মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্প্রিট লালন করে এ মুহূর্তে খেলাফত মজলিশ ‘বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র’ গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে। দেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান। এমতাবস্থায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও সুসংহত করতে হবে।

তিনি আরও বলেন, সকল পক্ষকে সহনশীল আচরণ প্রদর্শন করতে হবে। গণ অভ্যুত্থানে সকল দেশপ্রেমিক দল ও মতের অংশগ্রহণের স্বীকৃতি দিয়ে বিপ্লবোত্তর দেশ পুনর্গঠনে সবার আত্মনিয়োগ করা দরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ জোগান দিবে, ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ফেনী নদীসহ আমাদের অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে ইতোমধ্যে সম্পাদিত কোন চুক্তি ন্যায্যতার ভিত্তিতে হয়নি। এগুলো ছিল একতরফা চুক্তি। ফেনী নদীসহ কোন নদীর পানি মানুষ পাচ্ছে না। ভারত নিজের প্রয়োজনে মানবিক সাজলেও তাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা বলতে চাই ফেনী নদীর পানি নিয়ে কোন টালবাহানা চলবে না। তারা বিভিন্নভাবে আমাদের নদীগুলোর পানি সরিয়ে নিচ্ছে। সীমান্ত নদীতে আমরা নামতে পারি না,  বর্তমান সরকার এ বিষয়ে জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার ও মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম এবং ইসলামি ছাত্র মজলিসের ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবুল্লাহ আল নাঈম উপস্থিত ছিলেন।

ইএইচ