কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:২৭ পিএম

পিরোজপুরের কাউখালীতে  জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউস অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আজ শনিবার (১৫ই ফেব্রুয়ারি) কাউখালী থানা চত্বরে  এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা  এছাড়া কাউখালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান  আর টিভি পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ ও কাউখালী  প্রেসক্লাবের  সভাপতি এনামুল হক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

বিআরইউ