টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ কর্মকর্তাদের মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৪০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ঐ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. হামিম শেখ, শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক আলী আনসারী।

বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে ও ঐ শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানি গ্রাহকের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

বিআরইউ