গুম সেল, আয়নাঘরসহ সকল গুমসেল জাতির সামনে উন্মোচন করা সহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ভয়েস ইনফোর্সড ডিসেপেয়ারড পার্সন (ভোয়েড)।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে তারা।
এতে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় গুম হওয়া ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে ২০১৮ সালে ঢাকার নতুন বাজার এলাকা থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করেন, তার বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকেও গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর তাকে জঙ্গি সাজিয়ে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জমিনে আছেন তিনি।
তিনি বলেন, দেশে আর কোন স্বৈরাচার যে আয়না ঘর, গুম নাটক করতে না পারে তার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
মো. কাইয়ুম হাওলাকার অভিযোগ করেন, মামলার স্বাক্ষি না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।
এসময় মানববন্ধন থেকে ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য সরকারকে গুমোর কার্যকর পদক্ষেপ নেয়া, যারা মিথ্যা মামলার শিকার তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করা সহ ৬ দফা দাবি জানান।
বিআরইউ