কালীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৩০ পিএম

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কালীগঞ্জ থানার ২৮নং বিটের আয়োজনে উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক।

কাকিনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন শরিফের সভাপতিত্বে ২৮নং বিট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু, কালীগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, কাকিনা এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আশা, কাকিনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা হামিদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদুল শিষ।

ইএইচ