জিয়া মঞ্চের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩৯ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে জিয়া মঞ্চের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌরশহরের ড্রীমল্যান্ড পার্কে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিয়ন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব মো. শহিদুর রহমান মন্ডল সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা সাইদুর রহমান প্রধান, উপজেলা জিয়ামঞ্চের সদস্য সচিব জসিম উদ্দীন খান, হোসেনপুর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম ও কিশোরগাড়ী ইউনিয়ন জিয়ামঞ্চ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক কাজল মাহমুদ ও আসাদুজ্জামান লাভলু ছাড়াও উপজেলা ও ইউনিয়ন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আয়নাল হক মাস্টার।

শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।

ইএইচ