কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৬ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম  নাগেশ্বরী থানাধীন গাগলা বাজার এলাকা থেকে নাগেশ্বরী আনন্দ বাজার চরুয়া পাড়া এলাকার মাদক কারবারি মো. জিয়াউর রহমান (৪৭) কে ৪৫ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বলেন, নাগেশ্বরী থানা এলাকায় ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

আরএস