অভয়নগরে গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:২৬ পিএম

ফাগুনের ছোঁয়ায় আমের মুকুলে ভরে গেছে যশোরের অভয়নগর। গাছে গাছে দোল খাচ্ছে মুকুল, আর কোকিলের কুহুতানে প্রকৃতিতে মধুমাসের আগমনী বার্তা স্পষ্ট।

অভয়নগরের বিভিন্ন আম বাগানে এখন হলুদ ও সবুজের মিলনে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। গাছের ডালপালা ছেয়ে গেছে মুকুলে, আর চারদিকে ছড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস। মৌমাছিরাও ব্যস্ত মধু সংগ্রহে। চাষিরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে।

রোববার সকালে চলিশিয়া ইউনিয়নের একতারপুর ও তালতলা এলাকায় ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।

পায়রা ইউনিয়নের সমোসপুর গ্রামের মনোয়ার হোসেন বলেন, “প্রতিদিন বিভিন্ন বাগান পরিদর্শন করছি। এখনো কোনো সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশক ও সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করেছি।”

চলিশিয়া ইউনিয়নের বাগান মালিক সাগর হোসেন জানান, মুকুলের শুরুতে যত্ন নিতে পারলে বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব। হপার পোকা মুকুলের রস চুষে খেয়ে ফেলে, তাই কীটনাশক স্প্রে করেছি। আমের বাম্পার ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত রয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলি খাতুন বলেন, “আমাদের চাষিদের ফুল ফোটার সময় এবং আম মটরদানা আকৃতির হলে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। পোকা দমনে বালাইনাশক স্প্রে করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছর ১৭টি স্প্রে ও ওষুধ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।” উপজেলা কৃষি অফিস সব ধরনের তথ্য ও সহায়তা দিয়ে কৃষকদের পাশে রয়েছে।

ইএইচ