কাপাসিয়ায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৪:১১ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ছানাউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম এবং বিশিষ্ট এফ এম কামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবু, দাতা সদস্য মোতাহার হোসেন প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব রাজিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুন্নাহার এবং পিটিএ সদস্য সাবরিনা শিলা।

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার ধারাবর্ণনায় ছিলেন মো. রহমত উল্লাহ এবং মার্জিয়া বেগম।

ইএইচ