নীলফামারীতে র্যাবের অভিযানে একশত উনপঞ্চাশ বোতল ফেন্সিডিল মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ইজিবাইকসহ কুখ্যাত মাদক কারবারি মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ফকিরপাড়া গ্রামের মো. আব্দুল করিম’র ছেলে। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে ডিমলা থানায় জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ