কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:০৩ পিএম

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন সরকারি দপ্তরে যেসব অসৎ ব্যক্তি ফ্যাসিস্ট আচরণ করছে তাদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। কোর্ট, হাসপাতাল, এলজিইডি, সড়ক বিভাগসহ অন্যান্য সরকারি দপ্তরে ঘুষবাণিজ্য বন্ধ করতে হবে। রাস্তাঘাটে আইনশৃঙ্খলা মজবুত করতে হবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ করতে হবে।

ইএইচ