যশোরের অভয়নগরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগানে রোববার সকালে অভয়নগর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আবুজার সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান এবং প্রজেক্ট সুপারভাইজার হাফিজুর রহমান।
প্রশিক্ষণে ২০ জন নারী অংশগ্রহণ করেন।
ইএইচ