সারজিস আলম

ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে আরেকটি গণবিপ্লব

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে।

তিনি দাবি করেন, আগামী নির্বাচন ৫৩ বছরের ইতিহাসে সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে।

রোববার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে এসব মন্তব্য করেন তিনি।

ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে জানিয়ে সারজিস বলেন, যদি সুষ্ঠু নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসনও পায়, তাতে তাদের কিছুই বলার নেই। তবে, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বে থাকবে।

তিনি আরও জানান, ফ্যাসিবাদ বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল হবে এবং সে দল সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

সারজিস বলেন, ‘খুনি হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সে শুধু নিজের মুখেই নয়, দলের নেতাকর্মীদের মুখেও চুনকালি মাখিয়েছে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, সোনারগাঁয়ের সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ, বাধনসহ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী, শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

ইএইচ