চির নিদ্রায় শায়িত তরুণ অভিনেতা শাহবাজ সানী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:১৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী চির নিদ্রায় শায়িত হলেন তার গ্রামের বাড়িতে।

সোমবার জোহরের নামাজের পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর খবর জানান নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু।

চিকিৎসাধীন অবস্থায় উত্তরা স্পেশালাইজড হাসপাতালে রাত সাড়ে তিনটায় মারা যান শাহবাজ সানী।

নির্মাতা মাশরিক আলম বলেন, রোববার রাত একটার দিকে উত্তরা দিয়াবাড়িতে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসিইউতে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইএইচ