জয়পুরহাটে তাতীঁদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:৫৬ পিএম

নানা আয়োজনের মধ্যদিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে জেলা তাতীঁদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

তাতীঁদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তাতীঁদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ বাবু, শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ শুভ প্রমুখ।

জেলা তাতীঁদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, তাতীঁদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সুনাম ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইএইচ