নীলফামারীর জলঢাকা পৌর এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জলঢাকা পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জলঢাকা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন।
পৌর শহরের বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সভায় ট্রেড লাইসেন্স গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
ইএইচ