আহ্বায়ক কমিটি করে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে পাঁচ সাংবাদিক সংগঠন বিলুপ্ত

গৌরনদী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:০১ পিএম

বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য স্থানীয় পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠন করা হয়েছে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েক দফা বৈঠক শেষে রোববার রাতে গৌরনদী উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

পাশাপাশি নতুন করে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে ৩১ সদস্যবিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে প্যানেল আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সূত্রে আরও জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার সমন্বয় ও গৌরনদী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং সর্বশেষ জহুরুল ইসলাম জহির তিন মাস আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। এই আহ্বায়ক কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: মো. আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, কাজী আল আমিন, মো. হানিফ সরদার, সঞ্চয় পাল, মো. বদরুজ্জামান খান সবুজ, আমিনা আকতার সোমা, এস. এম জুলফিকার, এম. আলম, আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ্বাস, আমিন মোল্লা, বিএম বেলাল, খায়রুল ইসলাম, মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফারুক হাসান, হাসান মাহামুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহামুদ, এস.এম মিজান, শামীম মীর, মো. শাহীন, লিটন খান, ফারহান নান্নু, রাজীব ইসলাম তারিম, মোশারফ হোসেন, মহসীন হোসেন, মো. নাসির উদ্দিন।

সূত্রে আরও জানা গেছে, তিনজন আহ্বায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে গঠনতন্ত্র পূর্ণগঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা বাদ রাখতে কঠোরতা চর্চা করা, অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, সাধারণ সভার আহ্বান, নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তকরণ করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহ্বায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।

উল্লেখ্য, সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

ইএইচ