বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ চলছে।
এতে ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করছেন। গত ৬ মাসে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে দলটির সাংগঠনিক শক্তি বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
মঙ্গলবার বিকালে ৩টায় উপজেলা ধরমণ্ডল ইউনিয়ন শাহী ঈদগাহ মাঠে ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী মজনু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির মিয়ার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠন বিভিন্ন উঠান বৈঠক ও সভা-সমাবেশ করছে। অতীতের তুলনায় বিএনপি অনেক শক্তিশালী ও সংগঠিত। প্রতিনিয়তই এলাকাভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ কমেছে। সেই সঙ্গে কমেছে মামলা-হামলার চাপ। একারণে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। তাই দল গোছাতে বিভিন্ন সভা-সমাবেশ করা হচ্ছে। ৫ আগস্টের পর নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক সভা-সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। প্রতিটি সভা-সমাবেশে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করা হচ্ছে। নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক ও ৯টি ইউনিয়ন সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খালেদ, সহ-সভাপতি ইব্রাহিম ভুইঁয়া (রেনু), উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা তাতীদলের আহ্বায়ক ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস মিয়া, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য মো. মোখলেসুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম, যুবদল নেতা আব্দুল বাতেন শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইয়াসিন মিয়া, খায়রুল বাসার, শরিফ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহীন মিয়া। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইএইচ