নিবন্ধন ফেরত ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

কাপাসিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:৫১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিক্ষোভ মিছিলে সংগঠনের হাজারো নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকালে গাজীপুরের শিববাড়ী মোড় থেকে গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ মিছিল বের করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী বলেন, নিবন্ধন ফিরিয়ে দিতে এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল। তিনি বলেন, এর আগে অন্যায়ভাবে আমাদের অনেক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সারা পৃথিবী জানে, এসব একটি মিথ্যা ট্রাইবুনালের মাধ্যমে হয়েছে। তিনি বলেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে। আমরা তার মুক্তি চাই। তিনি বলেন, যতদিন আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেওয়া হয় এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হয়, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী প্রমুখ বক্তব্য রাখেন।

ইএইচ