বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে সমবেত হয়। একসাথে আছরের নামাজ আদায় শেষে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে পৌঁছায়, যেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন,
“ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও জামিনে মুক্তি না হওয়ায় আমরা বিস্মিত। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। মিথ্যা, সাজানো ও বায়বীয় অভিযোগের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর তাদের আমলের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আর কোনো কার্যকারিতা থাকার কথা নয়। আজহারুল ইসলামের মুক্তি নিয়ে আমরা আর কোনো তালবাহনা দেখতে চাই না।”
বক্তারা অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে মুক্তি দিতে বাধ্য করা হবে বলে তারা জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহীম নূরী। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
ইএইচ