সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় ভোলায় রাতভর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মো. ফয়েজ হাওলাদার (৫০), মো. ফরিদ তহশিলদার (৪৬) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই আওয়ামী লীগ এর নেতাকর্মী।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।
বিআরইউ