খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার রাত সাড়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা হামলার তীব্রনিন্দা ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, মুখপাত্র সুমি হক, মহানগরে আহ্বায়ক হুসেইন আল সোহান, মুখপাত্র ইসরাত মায়াসহ অন্যান্যরা।
বিআরইউ