অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় ছাত্রলীগ নেতা রিফাত আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১১:১৭ এএম

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্টগার্ডের দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়ায় তমরুদ্দি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে মোঃ রিফাত (২৪) কে আটক করা হয়।

জানা যায়, আটক ব্যক্তি ৭ নং তমরুদ্দি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিআরইউ